১৯৯৪ ইং সালে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এলাকার প্রয়োজনে দারুল ইসলাহ ট্রাষ্ট গঠন করে এবং তারা প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে বেশী গুরুত্ব দিয়ে ‘দারুল ইসলাহ একাডেমী’ নামক একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। ট্রাষ্টের সদস্যগণ প্রতিষ্ঠানে জমি, অর্থ, ও শ্রম দিয়ে প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থা ও পরিবেশ তৈরী করেন। অদ্যবধি এলাকার দারিদ্র পীড়িত লোক জনের দিকে তাকিয়ে অবৈতনিক শিক্ষা চালু করেছে। বর্তমানে এটি একটি পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়।
Total Students
Class TenTotal Students
Class NineTotal Students
Class EightTotal Students
Class SevenTotal Students
Class Six